সাত বছরেও নেই বিএনপির জাতীয় কাউন্সিল (ভিডিও)
প্রকাশিত : ১২:২০, ১৪ অক্টোবর ২০২২ | আপডেট: ১২:২৫, ১৪ অক্টোবর ২০২২
সাত বছরেও জাতীয় কাউন্সিল করতে পারেনি বিএনপি। মূলত: শীর্ষ নেতৃত্বই কাউন্সিল চায় না। দলের নেতারা বলছেন, এ মুহূর্তে কাউন্সিল তাদের কাছে গুরুত্বপূর্ণ ইস্যু নয়। তাদের ভাবনায় এখন আন্দোলন ও নির্বাচন।
সামরিক শাসক জিয়াউর রহমান আটাত্তরের পহেলা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা পর থেকেই দলের ভেতরে গণতন্ত্র চর্চা নিয়ে প্রশ্ন সব সময়কার। গঠনতন্ত্র অনুযায়ি ৩ বছর পর পর কাউন্সিল করার কথা থাকলেও ৪২ বছরে কাউন্সিল হয়েছে মাত্র ছয়টি।
সবশেষ কাউন্সিল হয়েছিলো ২০১৬ সালের ১৯ মার্চ। তিন বছরেরও বেশি সময় আগে বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। কয়েকবার জাতীয় কাউন্সিলের জন্য নির্বাচন কমিশনের কাছে সময় চাইলেও হাইকমান্ডের অনীহায় জাতীয় কাউন্সিল হচ্ছে না।
আগামী নির্বাচনের আগে কাউন্সিলের কথা ভাবছেও দলটি। দলের নীতিনির্ধারকদের কথাতেই তা স্পষ্ট।
দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বললেন, এখনকার ভাবনায় আন্দোলন ও নির্বাচন।
তিনি বলেন, এই মুহূর্তে কাউন্সিল জরুরী বিষয় নয়। এখন জরুরী হচ্ছে সরকার পতন করার পাশাপাশি গনতান্ত্রিকভাবে জনগনের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন করা।
দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েই দিলেন সময়মতো কাউন্সিল করতেই হবে এমন কোন কথা নেই।
তিনি বলেন, এই মুহূর্তে কাউন্সিলের কোনও আলামত দেখছিনা। আমাদের কালচারে সময় মত কাউন্সিল হতেই হবে এমন কোনও কথা নেই। বরং এই মুহূর্তে কাউন্সিল ছাড়াই যদি আন্দোলনের পালে হাওয়া লাগানো যায় তাহলে মন্দ নয়।
তবে কাউন্সিল ছাড়াই সারাদেশে দল পুর্নগঠনের কাজ চলছে বলে জানান বিএনপি নেতারা।
এমএম/
আরও পড়ুন