মা-ছেলের ব্যাপারে কঠোর হচ্ছে জাতীয় পার্টি (ভিডিও)
প্রকাশিত : ১২:৪৫, ১৯ অক্টোবর ২০২২
রওশন এরশাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ এরশাদ পুত্র শাদকে বহিষ্কারের চিন্তা করছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির নেতারা বলেছেন, দলীয় গঠনতন্ত্র না মানায় এমন ব্যবস্থা নেয়া হতে পারে।
আগস্টে জাতীয় পার্টিতে হঠাৎ করে কাউন্সিলের ঘোষণা দেন রওশন এরশাদ। গঠনতন্ত্রে প্রধান পৃষ্ঠপোষককে এই ক্ষমতা দেয়া হয়নি জানিয়ে রওশনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয় চেয়ারম্যান জিএম কাদের। রওশন এরশাদকে বিরোধী দলীয় নেতার পদ থেকে সরিয়ে দিতে স্পিকারকে চিঠি দেয়া হয়।
এই অবস্থার মধ্যে দলের বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করেন জিএম কাদের। রওশন এরশাদও তার ডাকা কাউন্সিল বাতিল করেননি। ফলে মা-ছেলের বিষয়ে কঠোর হতে জাতীয় পার্টির প্রেসিডিয়ামে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ বলেন, “আদর্শ ক্ষেত্রে বা দলের স্বার্থ-সংশ্লিষ্ট কোনো ব্যাপারে আপোষ করার সুযোগ নাই। গঠনতন্ত্র মোতাবেক কোনো অবস্থাতেই কাউন্সিল ডাকার এক্তিয়ারও নেই এবং তার অধিকারও নাই। এটা আসলে দলের নীতি-পরিপন্থি একটা কাজ হয়েছে।”
জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, “ওনার ছেলেকে বহিষ্কারের বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা হচ্ছে।”
তবে রওশন এরশাদ চিকিৎসার জন্য দীর্ঘ সময় বিদেশে অবস্থান করায় তার সাথে যোগাযোগ করতে পারছে না জিএম কাদের ও অন্য নেতৃবৃন্দ।
মাহমুদুর রহমান আরও বলেন, “কথা বলার সুযোগ দিচ্ছেন না। আমাদের সিনিয়র নেতা আনিস ভাই ওনার সাথে কথা বলার চেষ্টা করেছেন।”
মোটাদাগে জাতীয় পার্টি কেবল ঘর সামলানোর চেষ্টা করছে, সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করছেন না বলেও জানান নেতারা।
জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, “অন-কন্ডিশন, উইথআউট কন্ডিশনে এই সরকারকে সাপোর্ট দিয়েছে, সহযোগিতা করেছে সব ব্যাপারে। বাংলাদেশের ইতিহাসে তো এরকম নাই। সেই অনুযায়ী জাতীয় পার্টির রিটার্নটা কী? সেই অনুযায়ী জাতীয় পার্টি কিছুই পায়নি।”
রওশন এরশাদের সাথে যোগাযোগ করতে দলের একজন প্রেসিডিয়াম সদস্যকে ব্যাংকক পাঠানো হচ্ছে।
এএইচ
আরও পড়ুন