ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

রংপুরে বিএনপির গণসমাবেশ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১২, ২৯ অক্টোবর ২০২২ | আপডেট: ১৪:১৩, ২৯ অক্টোবর ২০২২

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কালেক্টরেট ঈদগাহ মাঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

গণসমাবেশে সভাপতিত্ব করছেন নগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি; ভোলা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোরে পাঁচ নেতাকর্মী নিহত এবং সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিটি বিভাগে সমাবেশ করছে বিএনপি। এর অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনার পর রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে গণসমাবেশের ডাক দেওয়া হয়।

এদিকে রংপুরে বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে জড়ো হতে শুরু করে বিএনপির বিভিন্ন জেলা উপজেলার নেতা-কর্মীরা। মিছিলে মিছিলে সমাবেশস্থলে আসে নেতা-কর্মীরা।

এছাড়া দ্বিতীয় দিনের মতো শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর মোটর মালিক সমিতির ডাকা ‘দাবি আদায়ের’ পরিবহন ধর্মঘট চলছে। ফলে বিভাগের আট জেলা ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ। 

এর আগে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে রংপুরে এসে পৌঁছেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ, যুগ্ম মহাসচিব হারুন উর রশিদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সমাবেশের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব (দুলু), সহ সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, কৃষক দলের মহাসচিব শহিদুল ইসলাম (বাবুল), ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনোকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েল।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি