ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘শেখ হাসিনার উদারতায় বাসায় থাকতে পারছেন দণ্ডপ্রাপ্ত খালেদা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ৪ নভেম্বর ২০২২ | আপডেট: ১৪:৩৫, ৪ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায়ই দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া বাসার থাকার সুযোগ পাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলনের নামে বাড়াবাড়ি করলে বিএনপিকে মূল্য দিতে হবে বলে দিয়েছেন হুশিয়ারিও।
    
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির আয়োজনে রাজধানীতে দুইদিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ওবায়দুল কাদের। 

সেখানেই বলেন, খালেদা জিয়াকে বিএনপির নেতাকর্মীরা মুক্ত করতে পারেননি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায়ই দণ্ডপ্রাপ্ত হয়েও তিনি বাসায় অবস্থান করছেন। 

বলেন, "বেগম খালেদা জিয়াকে বিএনপি মুক্ত করেনি, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দণ্ড স্থগিত করে বাসায় রেখেছেন।"

ডিসেম্বরে সরকার পতনের যে ঘোষণা দিয়েছে বিএনপি, তার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার নয়; ডিসেম্বরে তাদের আন্দোলনেরই পতনধ্বনি শোনা যাচ্ছে।

আওয়ামী লীগ নয়, দেশ ছেড়ে পালানোর রাজনীতি বিএনপি করে, এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, "আওয়ামী লীগ নেতাকর্মীরা পালানোর রাজনীতি করে। আমাদের জন্ম এদেশে, প্রয়োজনে মরবো, জেলে যাবো- তবুও দেশ ছেড়ে পালাবো না।"

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি