ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জাতীয় নির্বাচনের তারিখ জানালেন মির্জা আজম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৪, ৫ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ২০২৪ সালের ৮ জানুয়ারি। এমনটাই জানালেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

শনিবার (৫ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগর গাছা থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার পর আবার বিএনপির দোসরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। দেশকে  অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে, এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সম্মেলন শেষে আগামী তিন বছরের জন্য মহিউদ্দিন মহিকে সভাপতি ও হাজী আদম আলীকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

মহানগর আওয়ামীলীগের সভাপতি আজমত উল্লাহ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রিড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি