ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

৩ নয়, ৮ ডিসেম্বর হবে ছাত্রলীগের সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ১৬ নভেম্বর ২০২২

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন হওয়ার কথা ছিল আগামী ৩ ডিসেম্বর। কিন্তু জাপান সফর শেষে এদিন দেশে ফিরবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই সেদিন তার পক্ষে সম্মেলনে অংশ নেওয়া অনেকটা অসম্ভব। এ জন্য তারিখ পরিবর্তন করে আগামী ৮ ডিসেম্বর সম্মেলনের নতুন দিন নির্ধারণ করা হয়েছে। 

সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি কামাল খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে তিনি বলেন, “আগামী ৮ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন হবে বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আমাদের জানিয়েছেন।”

এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান ছাত্রলীগের বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সেখানে সম্মেলনের তারিখ নিয়ে সিদ্ধান্ত হয়। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ৮ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের ইঙ্গিত দেন।

উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন। ফিরবেন ৩ ডিসেম্বর।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি