ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘জঙ্গী ও সন্ত্রাসীদের আবারো মাঠে নামিয়েছে বিএনপি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৯, ২ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গী ও সন্ত্রাসীদের আবারো মাঠে নামিয়েছে বিএনপি। রাজধানীর সোহওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের যৌথ সম্মেলনে তিনি বলেন, মতিঝিলে বিআরটিসি বাস পুড়িয়ে তারা অগ্নিসন্ত্রাসের জানান দিয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। 

এ সময় তত্ত্বাবধায়কের নামে বিএনপি জঙ্গী সরকার ক্ষমতায় আনতে চায় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বলেন, আগামী নির্বাচনে তাদের সন্ত্রাস, জঙ্গীবাদ ও লুটপাটের রাজনীতির জবাব দেয়া হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মেয়ের জামাইয়ের মাধ্যমে ডক্টর কামাল হোসেন কত টাকা পাচার করেছেন জাতি তা জানতে চায়। 

শুক্রবার সকাল ১০টায় সম্মেলনটি উদ্বোধন করবেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি