ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে আজ বিএনপির গণসমাবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ৩ ডিসেম্বর ২০২২

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ । গণসমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে সমাবেশস্থলে পৌঁছেছেন বিএনপির নেতাকর্মীরা। 

শনিবার (৩ ডিসেম্বর) নগরীর মাদ্রাসা মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। 

তবে, দুদিন আগে থেকে উত্তরের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসে অবস্থান করছেন মাদ্রাসা মাঠের পাশের রাজশাহীর কেন্দ্রীয় শাহমখদু ঈদগাহ মাঠে। 

উত্তরের বিভিন্ন জেলা থেকে বৃহস্পতিবার থেকেই খণ্ড খণ্ডভাবে নেতা-কর্মীরা আসতে থাকেন। 

শুক্রবার দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা রাজশাহীতে পৌঁছান। 

দুপুর ২টা থেকে এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। 

এদিকে বৃহস্পতিবার থেকে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট চলছে। শুক্রবার থেকে বন্ধ করা হয়েছে ভটভটি, নছিমন ও মোটর সাইকেলসহ সব পরবিহন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি