ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১০ ডিসেম্বর নৈরাজ্য করলে দাঁতভাঙা জবাব: জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ৬ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীরা মাঠে আছে। ১০ ডিসেম্বর যদি খুনি জিয়ার অবৈধ বিএনপি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে এমন হুঁশিয়ারি দেন তিনি।

এসময় ছাত্রলীগ সভাপতি আরও বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ কথায় বড় না হয়ে কাজে বড়। বাংলাদেশ ছাত্রলীগকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হয়। আমরা শুনেছি ছাত্রদলের নেতারা পরীক্ষার হলে না এলে নাকি ওইদিন পরীক্ষাই হতো না। সেই ছাত্র দল তৈরি করেছিল খুনি জিয়া।”

তিনি বলেন, “করোনাকালে ছাত্রলীগ মানুষের পাশে থেকেছে। অন্যান্য ছাত্র সংগঠনগুলো করোনাকালে মানুষের জন্য কাজ করেনি। বরং ষড়যন্ত্র করেছে।”

জয় বলেন, “এখন আর দেশে টেন্ডারবাজি হয় না। শিক্ষা প্রতিষ্ঠানে চার বছরে অনার্স, এক বছরে মাস্টার্স হয়।”

ছাত্রলীগ সভাপতি বলেন, “গণমাধ্যম শুধু ছাত্রলীগের নেতিবাচক দিকগুলো তুলে ধরে। তাদের অর্জনগুলো তুলে ধরে না।”

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি