ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

বিএনপিকে নিয়ম মেনেই সমাবেশ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ৭ ডিসেম্বর ২০২২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিএনপিকে দেশের প্রচলিত নিয়ম মেনেই সভা-সমাবেশ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কেন বিএনপি নয়াপল্টনেই সমাবেশ করতে চায়, তা খতিয়ে দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সব দলের বড় সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হয়। বিএনপিকেও এখানে সমাবেশ করতে হবে। বিএনপির দাবি করা ২০ থেকে ২৫ লাখ মানুষের সমাগম ঢাকায় সম্ভব নয়।”

দেশের প্রচলিত নিয়ম মেনেই বিএনপিকে সভা করতে হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে ঘিরে সরকার আইন প্রতিষ্ঠিত করা ও মানুষের জানমাল রক্ষার জন্য যা করার তাই করবে। এ ছাড়া বিএনপি কেন পল্টনে সমাবেশ করতে চায়, এখন সেটিও খতিয়ে দেখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।”

যেকোনো দেশের চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো। দেশের মানুষের মানবাধিকার ক্ষুণ্ন হোক এমনটা সরকারও চায় না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। 
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি