ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ভেন্যু পরিবর্তন, আ.লীগের সমাবেশ মহানগর নাট্যমঞ্চে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৪, ৯ ডিসেম্বর ২০২২

বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশের আগের দিন আজ শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানীতে সমাবেশ করতে যাচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেইটে এ সমাবেশ করার পরিকল্পনা থাকলেও পরিবর্তে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে নতুন ভেন্যু নির্ধারণ করা হয়েছে। বেলা আড়াইটায় এ কর্মসূচি শুরু হবে।

সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রেসিডিয়ামের নেতাদের সঙ্গে সহযোগী সংগঠনগুলোর যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় শুক্রবার সকাল থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক অবস্থান নিতে বলা হয়েছে আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলার ক্ষেত্রে তারা কোনও ছাড় দিবে না বলেও নির্দেশনা এসেছে দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে। একইসঙ্গে সমাবেশে বিপুল সমাগম ঘটিয়ে শক্তি প্রদর্শনেরও তাগিদ দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।

সমাবেশে আরও বক্তব্য রাখবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি