ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জরুরি বৈঠকে বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ৯ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটকের পর জরুরি বৈঠকে বসেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা।

নিজ নিজ জায়গা থেকে শুক্রবার বেলা ১১টায় ভার্চুয়াল ওই বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে যুক্ত হন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স গণমাধ্যমে বলেন, ‘মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্যদের তুলে নেয়া আর এহেন পরিস্থিতিতে বিশদ আলোচনা ও সিদ্ধান্ত নেয়ার প্রেক্ষিতেই এই জরুরি মিটিং।’

এর আগে বৃহস্পতিবার রাত ৩টায় রাজধানীর উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল এবং শাহজাহানপুরের বাসা থেকে মির্জা আব্বাসকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নেয় বলে দাবি করে বিএনপি ও উভয়ের পরিবার।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি