ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেল বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ৯ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৫:৩৩, ৯ ডিসেম্বর ২০২২

অবশেষে গোলাপবাগ মাঠে ১০ ডিসেম্বর বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ খবর জানিয়েছেন।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানের সঙ্গে দেখা করে এসে ডিবি কার্যালয়ের সামনে তারা এ কথা জানান। 

বিএনপির এই দুই নেতা আরও জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে দলের আবেদনের প্রেক্ষিতে গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি প্রদান করা হয়েছে। 

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি