ঢাকা, বুধবার   ০৩ জুলাই ২০২৪

সরকারের পদত্যাগ চান সভায় অংশ নেয়া বিএনপি নেতা-কর্মীরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ১০ ডিসেম্বর ২০২২

সরকারের পদত্যাগ চান বিএনপির জনসভায় অংশ নেয়া নেতা-কর্মীরা। একইসঙ্গে গুম-খুনসহ মিথ্যা মামলা বন্ধের দাবিও জানান তারা।

রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভিাগীয় সমাবেশে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার নেতাকর্মীরা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব নেতা-কর্মী বিচ্ছিন্নভাবে জমায়েত করেন গোলাপবাগ মাঠের বিভিন্ন প্রান্তে। মাঠে জায়গা না পেয়ে কেউ আবার রাস্তার পাশে অবস্থান নেন। তাদের অভিযোগ, নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে সরকার। কেড়ে নিয়েছে ভোটাধিকার।

"জনগণকে বিএনপি এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন জনদাবি, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া।" বলেন এজন বিএনপি নেতা।

আরেকজন কর্মী বলেন, "বেগম জিয়ার মুক্তির জন্যই আমরা এগিয়ে যাচ্ছি।"

বিএনপির জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার দলটির মাহসচিবসহ কেন্দ্রীয় নেতাদের আটক করেছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা। জনসভায় আসার পথে হয়রানির অভিযোগও করেন বিএনপির কিছু নেতা-কর্মী।

একজন বলেন, "আসার সময় জায়গায় জায়গায় চেক করছে।" 

আরেকজন বলেন, "আসার সময় মোবাইল চেক করছে, ব্যাগ চেক করছে।"

সরকারের পদত্যাগ ছাড়া আর কোনো দাবি নেই-বলেন সমাবেশে আগত নেতাকর্মীরা।

খালেদা জিয়ার মুক্তি আর তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে আমাদের লড়াই চলবে বলে স্লোগানও দেন অনেক নেতা কর্মীরা।

এসবি/ 


 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি