ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ঢাকায় পুলিশের সঙ্গে জামায়াতকর্মীদের সংঘর্ষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ৩০ ডিসেম্বর ২০২২

রাজধানীর পল্টন-মতিঝিল, মা‌লিবাগ ও মৌচাক এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন জামায়াতের কর্মীরা। এতে পু‌লিশসহ ক‌য়েকজন আহ‌ত হওয়ার খবর পাওয়া গে‌ছে। পুলিশ দলটির ১০-১৫ জনকে আটক করেছে।

শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটক থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত এলাকায় পুলিশের সঙ্গে জামায়াতকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ হয় মালবাগ ও মৌচাক এলা‌কা‌তেও।

পুলিশের কর্মকর্তারা বলেছেন, আশপাশের গলিগুলো থেকেও জামায়াতকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ছে, জবাবে পুলিশ তাদের ওপর লাঠিপেটা করছে ও টিয়ার‌সেল ছু‌ড়ে‌ছে।

মৌচাক, মালিবাগ, পল্টনসহ কয়েকটি স্থান থেকে জামায়াতের ১০-১৫ জনকে আটক করে গাড়িতে তুলতে দেখা গেছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক পুলিশের কেউ কথা বলেননি।

পুলিশ বলছে, জামায়াত নেতা-কর্মীরাই পুলিশের ওপর হামলা চালিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটায়। সংঘর্ষস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি