ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

জামাতকে নিষিদ্ধ করার বিষয় আদালতের এখতিয়ার: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ১২ জানুয়ারি ২০২৩

দল হিসেবে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়টি আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, এ বিষয়ে আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে আওয়ামী লীগ। তবে জামাত ছাড়া বিএনপি অচল বলেও মন্তব্য করেন তিনি।

সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে সমসাময়িক নানা ইস্যুতে কথা বলেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উঠে আসে বিএনপির আন্দোলন, জামাত-বিএনপি সম্পর্ক এবং যুদ্ধাপরাধের দায়ে জামায়তে ইসলামীকে নিষিদ্ধের প্রসঙ্গ। 

তিনি বলেন, "আমরা বারবার একই কথা বলেছি, সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক বিএনপি। জঙ্গিবাদী গোষ্ঠীর বিশ্বস্ত ঠিকানা বিএনপি। বিএনপি-জামায়াত একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তাদের একটিকে ছাড়া আরেকটির চলবে না।"

আগামী জাতীয় নির্বাচনের বিএনপির নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গেও নিজের মতামতও জানান ওবায়দুল কাদের।

বলেন, "যেহেতু জামায়াত নিষিদ্ধের বিষয়টি আদালতে বিচারাধীন। সেহেতু ভিন্ন কোনো উদ্যোগ নেওয়া যুক্তিসংগত নয় বলে আমরা মনে করি। আমরা আদালতের রায়ের জন্য অপেক্ষা করছি। স্বতঃপ্রণোদিত হয়ে এ ধরনের প্রক্রিয়া শুরু করার ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি।"

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি