ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ১৩ জানুয়ারি ২০২৩

বিয়ে করেছেন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়। আজ শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার বিয়ে সম্পন্ন হয়।

জানা গেছে, আল নাহিয়ান খান জয়ের স্ত্রীর নাম কাকন ভুঁইয়া। তিনি রাজধানীর ইডেন কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

বিয়ের আয়োজনে জয়ের স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নসহ আরো অনেক নেতা-কর্মী।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি