ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বাগেরহাট জেলা যুবলীগের কমিটি ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ২৫ জানুয়ারি ২০২৩

বাগেরহাট জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা শাখায় সরদার নাসির উদ্দীনকে সভাপতি এবং মীর জায়েসী আশরাফী জেমসকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ।

বুধবার (২৫ জানুয়ারি) বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত বাগেরহাট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে এই দায়িত্ব দেওয়া হয়। 

এছাড়া মো. ফারুক তালুকদার, লিটন কুমার সরকারকে সহ-সভাপতি, মো. শাহনেওয়াজ মোল্যা দোলনকে যুগ্ম-সম্পাদক করে নাম ঘোষণা করা হয়। 

এসময় দলের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল নতুন কমিটির নাম ঘোষণা করেন। আগামী ৩ বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে। এছাড়া কমিটিকে আগামী ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি