ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

বিএনপি’র নৈরাজ্যের বিরুদ্ধে দেশব্যাপী যুবলীগের বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ২০ ফেব্রুয়ারি ২০২৩

বিএনপি’র নৈরাজ্যের বিরুদ্ধে দেশের ৫ শতাধিক থানায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ।

গত ১০ ফেব্রুয়ারি গাজীপুর ও ১১ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, যশোরসহ অনেক জেলায় বিএনপি-জামাত ‘পদযাত্রা’র নামে সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। সমাবেশ থেকে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন। 

ঘোষণা অনুযায়ী বুধবার (১৯ ফেব্রুয়ারি) দেশের ৫ শতাধিক থানায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে যুবলীগের নেতা-কর্মীরা বলেন, আন্দোলনের নামে, পদযাত্রার নামে বিএনপি-জামাত যদি সন্ত্রাস, গাড়ী ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ, জনগণ ও পুলিশের ওপর হামলা করে তাহলে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে রাজপথেই তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। 

তারা আরও বলেন, সাধারণ জনগণের জানমাল ও নিরাপত্তার সার্থেই যুবলীগ সবর্দা রাজপথে থাকবে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি