ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সারাদেশে যুবলীগের ৩ দিনব্যাপী শান্তি সমাবেশের ডাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৮:৪৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী শান্তি সমাবেশ করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। 

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী যুবলীগ শান্তি সমাবেশ করবে। আগামী ২৫ ফেব্রুয়ারি দেশের সব জেলা-মহানগরে শান্তি সমাবেশ, ২৬ ফেব্রুয়ারি দেশের প্রতিটি উপজেলা বা থানা ও পৌরসভায় ও ২৮ ফেব্রুয়ারি দেশের সব ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে কিশোরগঞ্জ জেলার ইউনিয়নসমূহ ব্যতীত।
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি