ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে বাজিতপুর স্বেচ্ছাসেবক লীগের মোটর শোভাযাত্রা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৩, ১ মার্চ ২০২৩ | আপডেট: ১৯:৪৩, ১ মার্চ ২০২৩

১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার মিঠামইন সফর করেন। দীর্ঘ ২৫ বছর পর মঙ্গলবার আবার মিঠামইন সফরে যান। এই সফর ঘিরে পুরো জেলায় ছিল উৎসবের আমেজ। বিভিন্ন উপজেলা থেকে মানুষজন প্রধানমন্ত্রীর এই জনসভায় যোগ দেন।

বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কয়েকশ মোটরসাইকেল যোগে এই জনসভায় যোগ দেয়। স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য, বাজিতপুরের সন্তান শেখ রফিকুন্নবি সাথীর নেতৃত্বে উক্ত মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নজরুল ইসলাম খোকন, যুগ্ম আহবায়ক আমিনুল হক পারভেজ,নূর আলম,শেখ আলমগীর, কামরুল ইসলাম, জিয়াউল হক ভূইয়া ঝিনুক এবং পৌরসভা ও ইউনিয়ন কমিটির  নেতৃবৃন্দ।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি