ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

রমজানেও বিএনপি মানুষকে নিস্তার দিচ্ছে না : হাছান মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৮, ২ এপ্রিল ২০২৩

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা কখনো শুনি নাই, দেখিও নাই যে, পবিত্র রমজানের মধ্যে রাজনৈতিক কর্মসূচি দিয়ে কেউ রাস্তায় ব্যারিকেড তৈরি করে পুলিশের সাথে সংঘর্ষ করে। তারা রমজানেও মানুষকে নিস্তার দিচ্ছে না।  

আজ দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের (বিএসপি) নেতৃবৃন্দের সাথে বৈঠকে মন্ত্রী বলেন, রমজানেও বিএনপি মানুষকে নিস্তার দিচ্ছে না এবং বিএনপির কর্মসূচি নি:সন্দেহে রমজানের পবিত্রতা নষ্ট করছে।  

তিনি বলেন, তারা ইসলামের কথা বলে অথচ রমজানের পবিত্রতা নষ্ট করে কর্মসূচি পালন করছে, যেটি অনভিপ্রেত, দু:খজনক এবং তাদের সাম্প্রতিক কর্মসূচিগুলো তাদের অপরাজনীতির বহি:প্রকাশ। ২০১৩, ১৪ ও ১৫ সালে তাদের পেট্রোলবোমা তান্ডব দমনকারী আওয়ামী লীগ জানে কখন কি করতে হয়।

কেআই//

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি