ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সোয়া দুই লাখ ভোটারকে ভয়েস কল দিলেন আওয়ামী লীগ নেতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৪, ২২ এপ্রিল ২০২৩ | আপডেট: ২৩:৫৬, ২২ এপ্রিল ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো পথ ধরে নিজ নির্বাচনী এলাকার নতুন ভোটার সহ সোয়া দুই লাখের বেশি ভোটারকে মোবাইল ফোনে ভয়েস কল পাঠিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশীষ ইসলাম।

দেশের সাধারণ জনগণদের মোবাইলে ভয়েস কলের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২২ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানান মোস্তফা আশীষ ইসলাম।

বার্তায় মোস্তফা আশীষ ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার ২(দুই)লাখ ১৫(পনের)হাজার ৯৩০(নয়শত ত্রিশ)টি ভয়েস কল প্রেরণ করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরাও ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে প্রধানমন্ত্রী ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আমার চৌগাছা ও ঝিকরগাছাবাসীকে সবসময়ই ডিজিটাল প্লাটফর্মে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জানাচ্ছি। 

ভয়েস কলে বলা হয়, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আকাশে শাওয়ালের চাঁদ বয়ে আনে অনাবিল সুখ আর খুশির আমেজ।
ঈদগাহে এক সাথে ঈদের নামাজে দেশ ও জাতির মঙ্গল কামনার পর ভাতৃত্বের বন্ধনে ভাস্বর হয়ে উঠুক পবিত্র ঈদুল ফিতর।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অদম্য অগ্রযাত্রার স্মার্ট বাংলাদেশে প্রতিটি দিন হোক ঈদের মতই আনন্দময়।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি