ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ঢাকা-১৭ আসন ও ৯টি পৌরসভায় নৌকা প্রতীক প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ১ জুন ২০২৩ | আপডেট: ২০:৩০, ১ জুন ২০২৩

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনসহ ৯টি পৌরসভার মেয়র পদে এবং ৩৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। 

আগামী ৩ জুন শনিবার থেকে ৬ জুন পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এবং কোন অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ৬ জুন ২০২৩ মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। 

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি