ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

‘ভিসানীতির ক্ষতি আওয়ামী লীগ-বিএনপির নয়, জাতির সম্মান নষ্ট’

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৪, ২ জুন ২০২৩ | আপডেট: ১৫:৩৮, ২ জুন ২০২৩

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমেরিকার ভিসা বিষয়ে বিএনপি বলছে এটা আওয়ামী লীগের ক্ষতি, আওয়ামী বলছে বিএনপিকে সোজা করার জন্য যুক্তরাষ্ট্র ভিসার বিধি নিষেধ দিয়েছে। কেউ একবার ভাবে না আওয়ামী লীগ-বিএনপির ক্ষতি না, ক্ষতি হচ্ছে বাংলাদেশের, জাতির সম্মান নষ্ট হচ্ছে।

শুক্রবার সকালে গাজীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের গাজীপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, জীবনে শ্রেষ্ঠ ভুল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোট গঠন করা ও জোটে  যাওয়া। ওই ভুল থেকে এই শিক্ষা নিয়েছি, বিএনপিকে ১০০ বছরে যতটা চিনতে না পারতাম জোটে গিয়ে তিন মাসেই তা চিনতে পেরেছি।

তিনি বলেন, বিএনপি কোন রাজনৈতিক দল নয়। বিএনপি হল খালেদা জিয়া তারেক রহমানের দল। 

গাজীপুর শহরের বঙ্গ তাজ অডিটরিয়ামে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতার লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম দেলোয়ার, অর্থ সম্পাদক আব্দুল্লাহসহ অনেকে।

অনুষ্ঠান শুরুর পূর্বে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি