ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

চীন-ভারতের উপর নাখোশ বিএনপি (ভিডিও)

আতিক রহমান পূর্ণিয়া

প্রকাশিত : ১১:৩৯, ২২ জুন ২০২৩

চীন এবং ভারতের উপর চটেছেন বিএনপি নেতারা। ভূ-রাজনীতির সমীকরণে বাংলাদেশ নিয়ে দেশ দুটোর যে অবস্থান তাতে হতাশ দলটির নেতারা। যুক্তরাষ্ট্রের ভিসানীতির পর শেখ হাসিনা সরকারের অবস্থানকে সমর্থন জানানোয় চীনকে বাংলাদেশের শত্রু বলছে বিএনপি। এছাড়া বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারত হস্তক্ষেপ করছে। এ অবস্থায় ভারত-বিরোধীতার সেই পুরনো পথেই হাঁটছে বিএনপি। 

ভূ-রাজনীতির অংকে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশের নির্বাচনে যারা বাঁধা দেবে তাদের ভিসা না দেওয়ার মার্কিন নীতি ছাপ ফেলেছে রাজনীতিতে। এ নিয়ে রাজনীতির মঞ্চে বক্তব্য-পাল্টা বক্তব্য চলছে। তবে সবকিছু ছাপিয়ে মার্কিন ভিসানীতির বিষয়ে শেখ হাসিনার অবস্থানের প্রতি সরাসরি চীনের সমর্থন রাজনীতির হিসাব-নিকাশ ওলটপালট করেছে।

গত ১৫ জুন বেইজিং-এ এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানান স্বাধীনতা-সার্বভৌমত্য ও অখুণ্ডতা রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে চীন। চীনের এই অবস্থানে ক্ষুব্ধ বিএনপি। 

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বাংলাদেশের জনগণের রাজনৈতিক-সাংবিধানিক-গণতান্ত্রিক অধিকার হরণ করে কেউ যদি রাষ্ট্রের ক্ষমতা দখল করে জনগণের ইচ্ছার বিরুদ্ধে অবস্থান নেয় সেই সরকারকে যারা সমর্থন করবে তারা বাংলাদেশের বন্ধু হতে পারেনা, বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারেনা।”

প্রতিবেশি দেশ ভারত নিয়ে গত তিন চার বছর মুখে কুলুপ এঁটেছিল বিএনপি নেতারা। তবে বরাবরই ভারত-বিরোধী বিএনপি আবারও পুরনোই পথেই ফিরছে। তাদের অভিযোগ বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করছে ভারত।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “বাংলাদেশের মানুষ বিশ্বাস করে আমরা ভোট দিতে পারিনা ভারতের কারণে। অর্থাৎ ভারত এই সরকারকে নানা কূটকৌশলের মাধ্যমে ক্ষমতায় রাখে। কারণ তারা যে অপকর্ম করে, দিনের ভোট রাতে করে তারপরও ভারত সার্টিফিকেট দেয়। সেখানে তো মানুষের সন্দেহ করতে কষ্ট হয় না।”

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে নিজেদের কিছু শঙ্কার কথা জানান এই বিএনপি নেতা।

গয়েশ্বর রায় বলেন, “ভিসানীতিতে আমি যে সংকটে পড়বোনা সেটা তো আমি জানিনা। আমার এমন কোনো অপকর্ম তাদের কাছে আছে কিনা সেটা আমার জানা নাই। আমরা তো বাংলাদেশের অনেক কিছুই জানিনা, যেটা ওরা জানে।”

বিএনপির নির্ভরতা এখন যুক্তরাষ্ট্রের উপর। দেশটির সঙ্গে সম্পর্কের অবনতি হলে বাংলাদেশেরই ক্ষতি বেশি বলে প্রচার করছেন বিএনপি নেতারা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি