ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সারাদেশে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ১৬ জুলাই ২০২৩

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সারাদেশে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। 

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এই কথা জানানো হয়েছে। 

এতে বলা হয়, আগামী মঙ্গলবার (১৮ জুলাই) রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট এবং বুধবার (১৯ জুলাই) রংপুর, রাজধানী ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের অন্তর্গত জেলার সকল জেলা ও মহানগরে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।  

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি সফল করার জন্য আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি