ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘আমরা এখন আর মফিজ নই, বিমানে বসে ঢাকা যাই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ২ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাংগঠনিক সাবেক সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান নূর বলেছেন, আমরা এখন আর মফিজ নই। বাসের ছাদে উঠে ঢাকা যাই না। আমরা এখন টিকিট কেটে বিমানে বসে ঢাকায় যাই। বিএনপি আমলে আমরা মঙ্গাপীড়িত ছিলাম। শেখ হাসিনা এই অঞ্চলের মঙ্গা যাদুঘরে পাঠিয়েছেন।

বুধবার (২ আগস্ট) রংপুর জিলা হাইস্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘শিগগির দেশে ফিরে আপিল করবেন তারেক রহমান’‘শিগগির দেশে ফিরে আপিল করবেন তারেক রহমান’

আসাদুজ্জামান নূর বলেন, বিএনপি আমলে নীলফামারী জেলায় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন এহসানুল হক মিলন। তিনি সেসময় একটি বক্তব্যে উত্তরাঞ্চলের মানুষকে মফিজ বলেছেন। আমাদেরকে অপমান করে কথা বলেছেন। আমরা না কি বাসের ছাদে করে ঢাকায় যাই। কয়দিন আগে আমি মিলনকে বললাম, আপনি কি এখন রংপুর অঞ্চলে গেছেন। 

তিনি বললেন, ‘‘অনেক দিন ধরে যাই না।” আমি তাকে বললাম, আপনি আমাদেরকে মফিজ বলেছেন। এখন ঘুরে আসেন।‌ এখন আর আমাদের এলাকায় মঙ্গা নেই। আমরা এখন বাসের ছাদে করে ঢাকায় যাই না।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি