ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৪, ৭ আগস্ট ২০২৩

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক আগামী (১২ আগস্ট) শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। সেদিন সন্ধ্যা সাড়ে ৭ টায় অনুষ্ঠেয় এই বৈঠকে সভাপতিত্বে করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সোমবার (৭ আগস্ট) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে মাঠে থেকে কাজ করার নির্দেশনাসহ তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশেষ বার্তা দেওয়া হবে। এছাড়া আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তৃণমূলের যেসব নেতারা দলীয় কোন্দল ও দ্বন্দ্বের বিষয় দলীয় প্রধানকে অবহিত করেছেন তার বিষয়ে বিভাগী যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ যে সব সংগঠনের এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি সেসব বিষয়েও নির্দেশনা দেওয়া হতে পারে।

এছাড়া রীতি অনুযায়ী সভায় শোকপ্রস্তাব করার পরে দলীয় বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হবে।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি