ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ক্ষমতার মালিক আল্লাহ, বিএনপি কিভাবে শেখ হাসিনাকে নামাবে : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ১২ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সব ক্ষমতার মালিক আল্লাহ, সেখানে বিএনপি কিভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাবে। আওয়ামী লীগের উন্নয়নে বিএনপির অন্তর্জ্বালা।

শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিব) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপির একদফা খাদে পড়ে মরণ যন্ত্রণায় ছটফট করছে। বিএনপির সমাবেশে নেতাকর্মীদের সংখ্যা কমে গেছে, তাদের মিছিল সমাবেশে দৈর্ঘ্য বেড়েছে, প্রস্থ কমেছে। আওয়ামী লীগ বিএনপিকে প্রতিপক্ষভাবে। আর বিএনপি আওয়ামী লীগকে শত্রুভাবে। 

তিনি বলেন, বিএনপি জানে নির্বাচনে তাদের কী দশা হবে। এই মুহূর্তে নির্বাচন হলে এ দেশের ৭০ ভাগ মানুষ ভোট শেখ হাসিনাকে দেবে। যে কোনো সংকট কিংবা সমস্যায় শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে সারা দেশের মানুষের প্রতি আহ্বান জানান তিনি। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি