বিএনপির মধ্যে অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করবে: কাদের
প্রকাশিত : ১৪:২৮, ১৪ আগস্ট ২০২৩ | আপডেট: ১৪:৫৩, ১৪ আগস্ট ২০২৩
আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন হবে, বিএনপি ছাড়াও অনেক দল রয়েছে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিএনপির মধ্যেও রয়েছে অনেকেই অংশগ্রহণ করবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার সকালে রাজধানীর সেতু ভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রান্ত থেকে ফার্মগেট প্রান্ত শুভ উদ্বোধন উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, হাওয়া থেকে পাওয়া অনেক স্বপ্নই বিএনপি দেখছে, তাদের স্বপ্ন দিবাস্বপ্নই রয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকার, সরকারের পদত্যাগ পার্লামেন্ট বিরোধী কিছুই হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সমাবেশ করলে সেটি হয় মহাসমাবেশ, আর বিএনপি মহাসমাবেশ করলে সেটি হয় সমাবেশ। ফখরুল সাহেব দিবা স্বপ্ন দেখেন। এই দিবা স্বপ্নে কিছু হবে না। এর আগেও তারা ১০ ডিসেম্বর খালেদা জিয়া প্রধানমন্ত্রী আর ১১ ডিসেম্বর তারেক রহমানের দেশে আসার দিবা স্বপ্ন দেখেছেন।
তিনি জানান, আগামী ২ সেপ্টেম্বরে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ২৮ অক্টোবর চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল, অক্টোবরের মাঝামাঝিতে মেট্রোরেলের বাকি অংশটি শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এএএইচ
আরও পড়ুন