ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

যতই আস্ফালন করুক বিএনপির সঙ্গে জনগণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৭, ৮ অক্টোবর ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান বলেছেন, এদেশের জনগণ সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রত্যাহত করেছে। জনগণ বিএনপির সাথে নেই, তারা যতই আস্ফালন করুক, জনগণ তাদের সাথে নেই।

আজ রোববার দুপুরে নোয়াখালীর চাটখিল থানার ব্যারাক উদ্বোধন পরবর্তী প্রেস কনফারেন্সে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে সংবিধান রয়েছে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কে নির্বাচনে আসলো না আসলো সেটা দেখার বিষয় না।  

তিনি বলেন, যারা বাংলাদেশকে অচল করার জন্য যারা প্রচেষ্টা নিয়েছে, তাদের থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা,  নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার শহিদুল ইসলামসহ অনেকেই।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি