ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

সংবিধান লঙ্ঘন করে বিএনপির সঙ্গে সমঝোতা নয়: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৯, ৯ অক্টোবর ২০২৩ | আপডেট: ১৮:২০, ৯ অক্টোবর ২০২৩

নির্বাচন নিয়ে সমঝোতার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘সংবিধান লঙ্ঘন করে বিএনপির সঙ্গে সমঝোতা করা যায় না।’

রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রাক-প্রতিনিধি দলের সঙ্গে সোমবার বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল জানতে চেয়েছে যে সমঝোতা ও সহাবস্থানের সুযোগ আছে কিনা। জবাবে আমরা বলেছি, সে সুযোগ বিএনপি রাখেনি। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায়, মৃত তত্ত্বাবধায়ক সরকার আনতে চায়, নির্বাচন কমিশন বাতিল এবং সংসদের বিলুপ্তি চায়। এসব করা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘কোনো সহিংসতার আশঙ্কা আছে কিনা তারা জানতে চেয়েছে। বিএনপি যেসব অভিযোগ তাদের কাছে করেছে তার জবাব দিয়েছি। বিএনপি আইনের ভুল ব্যাখ্যা দিয়েছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বিএনপির দাবি নিয়ে কোনো কথা বলেনি। তারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

‘আমরা বলেছি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে জনগণের কাছে অঙ্গীকার করেছেন। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানের প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে ইতিবাচক মনে হয়েছে।’

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি