ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

পৃথিবীর অনেক দেশ আজ বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে: সালমান এফ রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ১৪ অক্টোবর ২০২৩

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমান বলেছেন, বিগত সরকারের মতো আমরা বিশ্বের অন্য দেশে ভিক্ষা চাই না। শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ আজ রোল মডেল। পৃথিবীর অনেক দেশ আজ বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে। এসব সম্ভব হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে। তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন বলেই আজ দেশে একের পর এক উন্নতি হচ্ছে। জাতি উন্নত হচ্ছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ আয়োজিত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই কলেজে সরকারি বেতনে শিক্ষাব্যবস্থা চালু করতে হবে। এ  ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ে যা করণীয়, তা আমি করব। যাতে করে এ অঞ্চলে সবাই কলেজে শিক্ষা গ্রহণের সুযোগ পায়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে সালমান এফ রহমান বলেন, আগামীর বাংলাদেশ হবে স্মার্ট। তাই, স্মার্ট দেশ গড়তে তোমাদের ভূমিকা অপরিসীম। আমাদের বয়স প্রায়ই শেষ, এখন তোমাদের সময়। বিশ্বে নতুন নতুন প্রযুক্তি আসছে। তাই, বিশ্ববাজারে টিকে থাকতে হলে স্মার্ট নাগরিক হতে হবে। এজন্য তোমাদের এগিয়ে আসতে হবে, তা না হলে আমরা পিছিয়ে পড়ব। আমরা পিছিয়ে থাকতে চাই না।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সরকারি দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় ও কলেজর অধ্যাপক সদানন্দ মধু। সভাপতিত্ব করেন সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ান।

সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান শিকদার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন- দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবন্য, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

এর আগে সালমান এফ রহমান শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেন। পরে বিকেলে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে লালন ব্যান্ড সুমীর লালন গান পরিবেশন করা হয়।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি