ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

আবারও হিংস্র রূপে আবির্ভূত বিএনপি-জামায়াত: সজীব ওয়াজেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৩, ২৮ অক্টোবর ২০২৩

বিএনপি-জামায়াত আবারও হিংস্র রূপে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা এবং তারপুত্র সজীব ওয়াজেদ জয়।

শনিবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে এ কথা লিখেছেন সরকারপ্রধানের তথ্যপ্রযুক্তি উপদেষ্টা।

তিনি লিখেছেন, ‘আবারও হিংস্র রূপে আবির্ভূত বিএনপি, আর তাদের মিত্র জামায়াত। পল্টন কালভার্ট রোডে পুলিশ সদস্যকে আক্রমণ করার দৃশ্য! কী বীভৎস, কী নির্মম বিএনপি-জামায়াত। বাংলাদেশের মানুষ আগেও এই নির্মমতাকে সমর্থন দেয়নি এখনো দেবে না।’

সজীব ওয়াজেদের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, নয়াপল্টনে সংঘর্ষ চলাকালে বিএনপির নেতা-কর্মীরা লাঠি হাতে এক পুলিশ সদস্যকে পেটাচ্ছেন। মার খেয়ে ওই পুলিশ সদস্য মাটিতে লুটিয়ে পড়ার পরও তাকে আঘাত করা হচ্ছিল।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি