ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বাজিতপুরে ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ৮ নভেম্বর ২০২৩

‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ উপলক্ষে বাজিতপুরে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের মনোনয়ন প্রত্যাশী শেখ রফিকুন্নবী সাথীর উদ্যোগে 'মুক্তিযোদ্ধা হত্যা দিবস' উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৭ নভেম্বর) সভা শেষে বিএনপি-জামায়াতের নৈরাজ্য এবং অবরোধ বিরোধী মিছিল বাজিতপুর বাজার প্রদক্ষিণ করে। মিছিলে হিলচিয়া ইউনিয়ন চেয়ারম্যান নাহিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি নাদিম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষক লীগের সভাপতি ডা:আসগর আহমদের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কুদরত আলীর সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন বলিয়ার্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউদ্দিন, কৈলাগ ইউনিয়ন আওয়ামিলীগ সসস্য রঙ্গু মিয়া, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সোহেল, দিঘীরপাড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সবুজ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ আলমগীর, জিয়াউল হক ভুইয়া ঝিনুক, সদস্য সিরাজুল ইসলাম, সাগর, দীঘিরপাড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক ফয়সাল, কৈলাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, দিঘীরপাড় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কফিলউদ্দিন, আব্দুল হক, হুমায়ুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ৭ নভেম্বর মুক্তিযোদ্ধাদের হত্যার মাধ্যমে জিয়াউর রহমান তার ক্ষমতায় যাওয়ার রাস্তা প্রশস্ত করেন।

শেখ রফিকুন্নবী সাথী তার বক্তব্যে বলেন, হিটলারের প্রচারমন্ত্রী গোয়েবলসের মত করে বিএনপি-জামায়াত বাংলাদেশের ইতিহাস নিয়ে মিথ্যাচার করে। বিএনপির জন্ম শুরু হয়েছে হত্যা ষড়যন্ত্রের মাধ্যমে। দেশকে রক্ষা করতে চাইলে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, অপরাজনীতি, মিথ্যাচারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে, আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি