ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপির অবরোধে সাড়া দেয়নি জনগণ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ৯ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

বিএনপির হরতাল অবরোধে সাড়া দেয়নি জনগণ; কিন্তু সাধারণ মানুষ তাদের চোরাগোপ্তা হামলায় একটু ভয় ভীতিতে রয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার সকালে গাজীপুর চান্দনা চৌরাস্তা বাসন থানা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে এসময় মন্ত্রী আরো বলেন, বিএনপি রাজপথে না থেকে হঠাৎ ধুমকেতুর মতো এসে ভাংচুর করায়, মানুষ একটু আতংকে আছে। পরে চান্দনা চৌরাস্তা থেকে হরতাল অবরোধের প্রতিবাদে শান্তি মিছিলটি ঢাকা-টাংগাইল মহাসড়ক প্রদক্ষিণ করে। 
 

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি