ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

রোববার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ফের অবরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ৯ নভেম্বর ২০২৩

১২ নভেম্বর রোববার ভোর ৬টা থেকে ১৪ নভেম্বর মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে আবারও অবরোধ ডেকেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।

বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চতুর্থ  দফার এই অবরোধ কর্মসূচী ঘোষণা করেন।

এর আগে গত ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ দেয় বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলো। পরে দ্বিতীয় দফায় অবরোধ দেওয়া হয় ৫ নভেম্বর সকাল ৬টা থেকে ৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত। এরপর তৃতীয় দফায় অবরোধ দেওয়া হয় ৮ ও ৯ নভেম্বর। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি