ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জুজুর ভয় পায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫২, ১৫ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

মার্কিন নিষেধাজ্ঞার ভয় প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আমরা স্যাংশনের (নিষেধাজ্ঞা) আশঙ্কায় কান দিই না। ওসব জুজুর ভয় সরকার পায় না। আমাদের আত্মবিশ্বাস আছে। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিরা কে কী দাবি করলে তা ইরিলেভেন্ট। দেশের মানুষ কী চায় সেটাই গুরুত্বপূর্ণ। জনগণ নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে, কেউ বাধা দিলে শাস্তি দেয়া হবে।

আবদুল মোমেন বলেন, আমরা চাই ফ্রি ফেয়ার ইলেকশন সংবিধান অনুযায়ী। আমরা নির্বাচন করব, দূতাবাস সেকেন্ডারি। কেউ নষ্ট করার চেষ্টা করলে হতে দেব না। যারা বাধা দেবে তাদের শাস্তি দেব।

পোশাক শিল্পের অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে এই ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের মতো আরও কিছু দেশ তাদের ফায়দা লুটতে চায়।

এদিকে নির্বাচন নিয়ে দেশের দুই বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে টানাপোড়েনের মধ্যেই ঘোষণা হতে যাচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি