ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে আ. লীগের মনোনয়ন পেলেন যারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৫, ২৬ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামে যারা মনোনয়ন পেয়েছেন তাদের নাম ঘোষণা করা হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

চট্টগ্রামে যারা মনোনয়ন পেছয়েছেন তারা হলেন-

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে মনোনয়ন পেয়েছেন মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) মনোনয়ন পেয়েছেন খদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) মনোনয়ন পেয়েছেন মাহাফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে মনোনয়ন পেয়েছেন এস এম আল মামুন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মনোনয়ন পেয়েছেন আব্দুস সালাম, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়ন পেয়েছেন ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে মনোনয়ন পেয়েছেন ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে মনোনয়ন পেয়েছেন নোমান আল মাহমুদ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে মনোনয়ন পেয়েছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনে মনোনয়ন পেয়েছেন মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে মনোনয়ন পেয়েছেন এম এ লতিফ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মনোনয়ন পেয়েছেন মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে মনোনয়ন পেয়েছেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে মনোনয়ন পেয়েছেন নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগড়া) আসনে মনোনয়ন পেয়েছেন আবু রেজা মোহাম্মদ নদবি, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মনোনয়ন পেয়েছেন মোস্তাফিজুর রহমান।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি