ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

‘নির্বাচনের তারিখ পেছালে আওয়ামী লীগ মানবে না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ২৯ নভেম্বর ২০২৩ | আপডেট: ১৫:৪৫, ২৯ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পরিবর্তন করে তফসিল পেছালে আওয়ামী লীগ মানবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্ধারিত সময়সীমা অতিক্রম করে নির্বাচনি তফসিলের কোনও পরিবর্তন মেনে নেওয়া হবে না। 

বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে একথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিএনপি প্রকাশ্যে নির্বাচন সংবিধান এবং গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য বিএনপিকে নিষেধাজ্ঞা কেনো দেয়া হচ্ছেনা এমন প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, আমরা শুনেছিলাম নির্বাচন বাধাগ্রস্ত হবে এমন কোনো কর্মকাণ্ড হলে, সেটা নির্বাচন বিরোধী কর্মকাণ্ড বলে বিবেচিত হবে। এখন তো সবাই নিরব। এখন কেউ কিছু বলে না। ইউরোপও কিছু বলে না, আমেরিকাও কিছু বলে না।

আওয়ামী লীগ কাউকে নির্বাচনের বাইরে রাখতে চায়না, বিএনপি নিজেরাই নির্বাচনের বাইরে রয়েছে বলে দাবী করেন দলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, একটি পক্ষ নিজেরাই নির্বাচনের বাইরে আছে। কেউ তাদেরকে বাইরে রাখেনি। আমরা বারবার বলে যাচ্ছি, আমরা চাই না কেউ নির্বাচনের বাইরে থাকুক। আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক ইলেকশন চাই। 

সময়সীমা অতিক্রম করে তফসিলে পরিবর্তন আওয়ামী লীগ সমর্থন করেনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে সংবিধানে একটি সময়সীমা আছে, সেই সময়সীমা অতিক্রম করে তফসিল পরিবর্তন আমরা কখনো সমর্থন করব না। সময়সীমাকে অতিক্রম করবে এমন কোনো পদক্ষেপ, এমন কোনো পরিবর্তন আমরা সমর্থন করব না।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোট কিংবা শরীকদের আসন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচিত হওয়ার মত জনপ্রিয় যোগ্য মানুষকেই আসন দেয়ার বিষয়ে ভাবছে আওয়ামী লীগ। 

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি