ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

বিএনপি-জামায়াতের ২২ জন নেতাকর্মীর কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ২৯ নভেম্বর ২০২৩

বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলালসহ বিএনপি জামায়াতের ২২ জন নেতাকর্মীকে পৃথক ধারায় দুই বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদেরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাদের আরও  দুইমাস কারাভোগ করতে হবে। 

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন। 

এছাড়া, কারাদন্ডপ্রাপ্তরা হলেন মো. আব্দুস সালাম, মো. আমিনুল ইসলাম, ইমরান হোসেন, সৈয়দ ইমরান আহম্মেদ, মো. গোলাম মোস্তফা, আলাউদ্দিন, মনির হোসেন ভূঁইয়া, আরিফুল ইসলাম, মো. ছেকন মিয়া, মো. তাহের মৃধা, এসআই টুটুল, আশরাফুল হক, আবু বকর সিদ্দিক, মো. মোজাম্মেল হক, বেলাল হোসেন, সোলেমান হোসেন, মো. রফিকুল ইসলাম, জামাল উদ্দিন, অপু সিকদার, আফাজ উদ্দিন ও এম কফিল উদ্দিন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ১০ আসামিকে খালাস দেন আদালত। 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর রাজধানীর উত্তরা-পূর্ব থানায় এ মামলা দায়ের করে পুলিশ। মামলা তদন্ত শেষে ২০১৯ সালের ৯ জুন ৩২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। 

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি