ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় মনোনয়নপত্র জমা দিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৯, ৩০ নভেম্বর ২০২৩

কুমিল্লা জেলায় আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।

তিনি আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। 

এ সময় নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের আহবায়ক রফিকুল হোসেন, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সাদেক হোসেন, কুমিল্লা জেলা আওয়ামী লীগের নেতা মো. আবদুল হামিদ, নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুদ্দিন কালু, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

সূত্র: বাসস

এসবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি