ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নির্বাচন থেকে সরে গেলেন আ.লীগ প্রার্থীর স্ত্রী

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৭, ২০ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বি এম কবিরুল হক মুক্তির স্ত্রী স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে নড়াইলের কালিয়া প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এ সময় স্ত্রীর পাশে ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী স্বামী কবিরুল হক মুক্তিসহ দলীয় নেতাকর্মীরা।

এই আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী ‘ঈগল পাখি’ প্রতীকের চন্দনা হক বলেন, কৌশলগত কারণে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। জন্মগতভাবে আমি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। আমার বাবা মরহুম আব্দুস সাত্তার সরদার বীরমুক্তিযোদ্ধা ছিলেন। এদিকে, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের সংগঠক বীরমুক্তিযোদ্ধা শহীদ এখলাছ উদ্দিন আহম্মেদের ছোট ছেলে বি এম কবিরুল হক মুক্তির সঙ্গে আমার বিয়ে হয়। তাই আজীবন আমরা আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে কঠিনভাবে জড়িত। 

তিনি আরও বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের রাজনৈতিক ভূমিকায় অনুপ্রাণিত হয়ে আমিও ছায়ার মতো আমার স্বামী, পরিবার এবং দলীয় নেতাকর্মীদের সবসময় আগলে রাখার চেষ্টা করি। সঙ্গতকারণে আমি নৌকা প্রতীকের পক্ষেই আজীবন কাজ করতে চাই। তাই শেখ হাসিনার প্রতি আস্থা রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মোল্যা ইমদাদুল হক, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হারুনার রশিদ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন, কালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহিম শেখসহ নেতাকর্মীরা।

এদিকে, নড়াইল-১ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বি এম কবিরুল হক মুক্তি ও তার স্ত্রী চন্দনা হককে ফুলেল শুভেচ্ছা জানান কালিয়া প্রেসক্লাবের সাংবাদিকরা।

একমাত্র স্বতন্ত্র প্রার্থী চন্দনা হক নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফলে নড়াইল-১ আসনে এখন প্রতিদ্বন্দ্বি প্রার্থী আছেন পাঁচজন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি