ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচন নিয়ে যথেষ্ট উৎসাহ আছে মানুষের: মোহাম্মদ এ আরাফাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০২, ২৪ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

আজ ২৪ ডিসেম্বর, রবিবার, সকাল ১১.৩০টায়, পূর্ব ভাষানটেক ও পশ্চিম ভাষানটেক এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন ঢাকা ১৭ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

মোহাম্মদ এ আরাফাত বলেন, প্রতিদ্বন্দ্বী হিসেবে আমি কারো দিকে দেখি না। যে বা যারা আমার প্রতিপক্ষ আছেন, তাদের আমি স্বাগত জানাই এবং ইতিবাচকভাবে নেই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কাজেই আমরা এটার পক্ষে আছি। আমরা মূলত এই এলাকায় যারা নৌকার অনেক ভোট আছেন, তাদের ভোটটা ব্যালটে নিয়ে আসার চেষ্টা করবো। সেটা করতে পারলেই নৌকার পরাজয় হওয়ার কোনো সম্ভাবনা নেই, নৌকা জয়ী হবেই হবে। এজন্য প্রতিপক্ষকে নিয়ে দুশ্চিন্তা করার চিন্তা করার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, আমি গত উপ-নির্বাচনের সময় থেকে এখন পর্যন্ত আমি ভাষানটেক ও ক্যান্টনমেন্ট এলাকায় বেশি ঘুরছি এবং পরিকল্পনা করে ছোটখাটো কাজগুলো করার উদ্যোগ নিয়েছি। কালিবাড়ি থেকে মানিকদি-মাটিকাটা পর্যন্ত এবং ভাষানটেকের পুরো এলাকায় অনেক বেশি কাজের প্রয়োজন। যেখানে চাহিদা বেশি সেখানেই আমি ফোকাস করতে চাই। যে কারণে এই এলাকাগুলোতে বেশি ঘুরছি।

কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি