ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

তালা ভেঙে দলীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৯, ১১ জানুয়ারি ২০২৪

টানা দুই মাস চৌদ্দ দিন বন্ধ থাকার পর তালা ভেঙে দলীয় কার্যালয়ে প্রবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার সকালে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নেতাকর্মীরা পল্টন কার্যালয়ে যান। এসময় তারা কার্যালয়ের বন্ধ গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। 

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় পুলিশ। 

এরপর থেকে তালা ঝুলছিল বিএনপি কার্যালয়ে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি