ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

সংবিধানে কোথায় আছে সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে, প্রশ্ন কাদেরের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ১৬ জানুয়ারি ২০২৪

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানে কোথায় আছে যে এ সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে? নির্বাচন আগামও করা যায়। আজ মঙ্গলবার সেতু ভবনে সেতু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমাদের সময় ছিল ২৯ জানুয়ারি পর্যন্ত। আমরা ৭ জানুয়ারি ভোট করেছি। ইলেকশন করে কি আমরা বসে থাকব শপথ নেওয়ার জন্য?

নির্বাচনের পর আওয়ামী লীগের তৃণমূল নেতারা ভয়ে আছেন, বিএনপি নেতাদের এমন মন্তব্যের বিষয়ে এই নেতা বলেন, ‘তারা ইলেকশন করতে দেবে না বলেছিল, তারপরও নির্বাচন হয়েছে। তারা ভয়ের কোনো কারণ না। তারা আতঙ্ক সৃষ্টি করে গুপ্তহত্যা, গুপ্ত আক্রমণ, অগ্নি সন্ত্রাস করছে। ট্রেনে আগুন দিয়ে কীভাবে তারা মা-সন্তানকে পুড়িয়ে মারলো। বাসে হেলপারদের মারলো, পুলিশ পিটিয়ে মারলো। এমন অপকর্ম যারা করে তারা কে কী বলল, সেটা আমরা কিছু মনে করি না।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি যেটা ভেবেছিল, সেরকম কিছু হয়নি। নির্বাচনে ভোটের হার ৪১ দশমিক ৮০ শতাংশ। অথচ তাদের দাবি, জনগণ তাদের ডাকে সাড়া দিয়েছে। কিন্তু জনগণ তাদের কথায় কান দেয়নি। কেউই মাথা ঘামায়নি। সেজন্য তারা নিজেদের মনের শান্তির জন্য আবোল-তাবোল বলছে।’

কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি