ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বিএনপির সুরে কথা বলে টিআইবি: ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ১৮ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১৪:৪৫, ১৮ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন একপেশে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রতিষ্ঠানটি সবসময় বিএনপির সুরে কথা বলে এবং তাদের হয়ে ওকালতি করে। 

বৃহস্পতিবার ধানমন্ডিতে দলটির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

টিআইবির মত সিপিডির গবেষণাও পক্ষপাতমূলক বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারের বিরোধীতা করাই এখন তাদের কাজ। তাদের গবেষণায় আমরা নিরপেক্ষতা খোঁজে পাচ্ছি না। টিআইবি বলেছিল, পদ্মা সেতু অসম্ভব। সিপিডিও একই মন্তব্য করেছিল। কিন্তু বাস্তবতা কী দেশবাসী দেখেছে।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হবে কিনা তা দলের বোর্ডে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান ওবায়দুল কাদের। 

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য সাঈদ খোকন, পারভীন জামান কল্পনা, মেরিনা জাহান কবিতা প্রমুখ উপস্থিত ছিলেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি