ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বিএনপিই এখন দেশের ডামি দল: ওবায়দুল কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৩, ২৬ জানুয়ারি ২০২৪

বিএনপি-ই এখন দেশের ডামি দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে না এসে তারা যে ভুল করেছে, সেটা হাড়ে হাড়ে টের পাবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নিজেরাই নিজেদেরকে ভুয়া বানিয়ে ফেলছে। 

শুক্রবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটি আয়োজিত শীতবস্ত্র বিতরণ কালে একথা বলেন তিনি।

বিএনপির আন্দোলনে জনতার ঢল নামবে এসব বক্তব্য হাস্যকর বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, বিএনপি নিজেরাই নিজেদেরকে ভুয়া বানিয়ে ফেলছে।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে না এসে বিএনপি কত বড় ভুল করেছে তা অচিরেই টের পাবে তারা। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক স্পষ্ট করেন, যারা ট্রেনে-বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, পুলিশ পিটিয়ে হত্যা করেছে এবং প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, তারাই জেলে গেছে। এখন তারা আইনগতভাবে মোকাবিলা করুক। এসব অপরাধের সঙ্গে যারা জড়িত নয়, আইনি প্রক্রিয়ায় তারা বের হয়ে যাবে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, আন্দোলন চালান। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা করবেন, মানুষের রুটি-রোজগারের বাধা দেবেন, হরতাল অবরোধের নামে অগ্নি সন্ত্রাস করবেন- এসব ব্যাপারে কোনো ছাড় নেই।

তিনি বলেন, ‘দেশে এখন বিএনপিই হচ্ছে ডামি দল, আর কোনো ডামি দলের দরকার নেই। তারা ডামি হয়ে গেছে। শোকে শোকে পাথর হয়ে গেছে। নেতাকর্মীদের ঘুম নেই, সব আশা হারিয়ে ফেলেছে- সব হতাশায়।’

ওবায়দুল কাদের বলেন, ‘নিষেধাজ্ঞাও নেই, ভিসা নীতিও নেই; আশায় আশায় দিন চলে যায়- রাত পোহায়। এই হলো বিএনপি।’

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, নির্মল কুমার চ্যার্টাজী এবং ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ প্রমুখ।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি