সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠান
প্রকাশিত : ২১:৩৬, ৮ ফেব্রুয়ারি ২০২৪
'একুশ মানে মাথা নত না করা' এই শ্লোগানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ৯ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালা শুরু হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানমালার উদ্বোধন পর্বে বক্তারা সন্ত্রাস-সাম্প্রদায়িকতা এবং শোষণ-নিপীড়ন বঞ্চনামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সংস্কৃতিকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক গোলাম কুদ্দুছ। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানমালা উদ্বোধন করেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। স্বাগত বক্তৃতা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মো: আহ্কাম উল্লাহ্। বক্তৃতা করেন অমর একুশের অনুষ্ঠানমালা আয়োজন কমিটির আহ্বায়ক নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক আবৃত্তিশিল্পী আজহারুল হক আজাদ।
উদ্বোধন পর্বের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল একক ও দলীয় আবৃত্তি ও সঙ্গীত, নাচ এবং পথনাটক।
উদ্বোধন পর্বে বক্তারা বলেন, দেশজুড়ে সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে সব ধরনের পশ্চাদপদতা দূর করতে হবে। নারী নির্যাতন বন্ধে সবাইকে আরও সোচ্চার ও সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করারও দাবি জানান সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
৮ থেকে ১৬ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার এবং ১৭ থেকে ২১শে ফেব্রুয়ারি রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রতিবারের মতো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অমর একুশের অনুষ্ঠানমালা চলবে।
আরও পড়ুন